google ads

Saturday, January 7, 2017

Bangladesh aim to avoid whitewash | |হোয়াইট ওয়াশ এড়াতে কিউইদের সামনে টাইগাররা

আগামীকাল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দলে আসছে বড় পরিবর্ত! এক নজরে দেখুন শেষ ম্যাচের সম্ভাব্য স্কোয়াড ও ম্যাচের খুঁটিনাটি সকল তথ্য-




তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আগামীকাল মাউন্ট মাউঙ্গানুইতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ ইতোমধ্যেই নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। প্রথম দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশ শংকায় টাইগাররা।

New Bangla Natok 2016 "TILL THE END" ft Siam ahmed and Tasnuva : https://youtu.be/Qxx7pvfj4Yk


নিউজিল্যান্ড সফরে গিয়ে এখনও জয়হীন বাংলাদেশ। আগামীকালের ম্যাচ হারলে টানা ৬ ম্যাচ হারবে বিদেশের মাটিতে। তাই রঙ্গিন পোশাকের শেষটা জয় দিয়েই করতে চায় টাইগাররা। কিউইদের হয়ে ফর্মে আছেন মুনরো, উইইয়ামসন, ব্রুসসহ বাকি ব্যাটসম্যানরা। তাই মূল লড়াইটা হবে বাংলাদেশের বোলিং আর ওদের ব্যাটিং নিয়েই। এক্ষেত্রে দলে আসতে পারে একটি পরিবর্তন। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা তাসকিনের বদলে দল থেকে অবসর দেয়া হতে পারে মুস্তাফিজকে।
এছাড়া বাকি বাংলাদেশ দল  থাকার কথা অপরিবর্তিত। নিউজিল্যান্ডের কিপার লুক রনকি বাদ ইঞ্জুরির থাবায়। তার বদলে একাদশে ঢুকবেন ব্লান্ডেল। ১৯ টি টোয়েন্টিতে ব্লান্ডেল এর স্ট্রাইকরেট ১২১.৫৭। এছাড়া স্যান্টনার, বোল্টকেও অবসরে রাখার কথা নিউজিল্যান্ড টিম ম্যানেজম্যান্টের।
টি টোয়েন্টিতে তাই শেষটা জয় দিয়ে করতে চাইবে টাইগাররা। ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন সৌম্য। এছাড়া ফর্মে আছেন সাব্বিরও। বল হাতে ভাল করেছেন রুবেল। এছাড়া সাকিব, তামিম আর রিয়াদের মত সিনিয়র প্লেয়ারদের ভাল কিছু ক্রিকেট উপহারই জয় দিয়ে রাঙ্গাতে পারে শেষ টি টোয়েন্টি।
খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮ টায়।
সম্ভাব্য একাদশঃ
বাংলাদেশঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।
নিউজিল্যান্ডঃ কেন উইলিয়ামন, জর্জ ওয়াকার, কলিন মুনরো, কোরি এন্ডারসন, টম ব্রুস, ক্লিন ডি গ্র্যান্ডহোম, টম ব্লান্ডেল, মিচেল স্যান্টনার, বেন হুইলার, ইশ সৌধি, লকি ফার্গুসন


New Bangla Natok 2016 "TILL THE END" ft Siam ahmed and Tasnuva : https://youtu.be/Qxx7pvfj4Yk

IN ENGLISH

After back to back losses, Bangladesh will aim to avoid a 3-0 whitewash in the third and final T20I against New Zealand at Bay Oval, Mount Maunganui on Sunday.


Bangladesh’s woes in the New Zealand tour continue as they lose first and second T20Is even being in a good position of winning. The hosts Blackcaps will like to whitewash Bangladesh for the second time in the series.
Colin Munro’s maiden T20 IInternational century boosted up the host side to seal a 47-run victory at Bay Oval in the second T20I which confirmed New Zealand’ series win.
Bangladesh had positives though. Paceman Rubel Hossain picked up career-best three wickets. Good news is Soumya Sarkar and Sabbir Rahman has returned to runs after passing some tough times, especially Soumya.
New Zealand wicket-keeper Luke Ronchi left the field during the second T20I due to hamstring strain. Tom Blundell could make debut replacing Ronchi. George Worker might return to the side.
New Zealand (likely XI): Kane Williamson (captain), George Worker, Colin Munro, Corey Anderson, Tom Bruce, Colin de Grandhomme/ James Neesham, Tom Blundell (wk), Mitchell Santner, Matt Henry/ Ben Wheeler, Ish Sodhi, Trent Boult/ Lockie Ferguson
Bangladesh are expected to drop Mustafizur Rahman for the final T20I. In this case, Taskin Ahmed will play for the first time in T20Is after World T20, where he was suspended due to illegal bowling action.
Bangladesh (likely XI): Tamim Iqbal, Imrul Kayes, Sabbir Rahman, Shakib Al Hasan, Mahmudullah Riyad, Soumya Sarkar, Mosaddek Hossain Saikat, Nurul Hasan Sohan (wk), Mashrafe Bin Mortaza (captain), Rubel Hossain, Taskin Ahmed.
The third T20I will begin at 8:00 am Bangladesh time (3:00 pm local time).



No comments:

Post a Comment