google ads

Monday, January 9, 2017

ঘোষিত হল বাংলাদেশের শ্রীলংকা সফরের সম্ভাব্য সূচি




আসন্ন মার্চ-এপ্রিলে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাব্য সূচি প্রকাশ করা হয়েছে। এখনও বিসিবি বা শ্রীলংকা ক্রিকেটের পক্ষ থেকে এ ব্যাপারে নিশ্চিত করা না হলেই এই সূচিটিই বহাল থাকার সম্ভাবনা বেশি। সেই হিসেবে আগামী ৭ মার্চ প্রথম টেস্ট দিয়ে মাঠে গড়াবে দুই দলের লড়াই, টি-২০ ম্যাচের মধ্য দিয়ে যা ইতি টানবে ৮ এপ্রিল।
এ লড়াইয়ের স্বাগতিকের ভূমিকায় থাকবে বিশ্ব ক্রিকেটের পরাশক্তি শ্রীলংকা। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ।
পুর্ণাঙ্গ সিরিজের ম্যাচগুলোর ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে গল, পি. সারা ওভাল, হাম্বানটোটা, ডাম্বুলা ও কলম্বো। প্রথম ও দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে যথাক্রমে গল এবং পি. সারা ওভালে। হাম্বানটোটায় প্রথম ওয়ানডের পর সিরিজের পরের ম্যাচ দুটির ভেন্যু ডাম্বুলা। টি-২০ সিরিজের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোয়।
এক নজরে শ্রীলংকা সফরের সম্ভাব্য সূচিঃ
টেস্ট-
১ম ম্যাচ- তারিখঃ ৭-১১ মার্চ, ভেন্যুঃ গল
২য় ম্যাচ- তারিখঃ ১৫-১৯ মার্চ, ভেন্যুঃ পি. সারা ওভাল
ওয়ানডে-
১ম ম্যাচ- তারিখঃ ২৫ মার্চ, ভেন্যুঃ হাম্বানটোটা
২য় ম্যাচ- তারিখঃ ২৯ মার্চ, ভেন্যুঃ ডাম্বুলা
৩য় ম্যাচ- তারিখঃ ১ এপ্রিল, ভেন্যুঃ ডাম্বুলা
টি-২০
১ম ম্যাচ- তারিখঃ ৫ এপ্রিল, ভেন্যুঃ কলম্বো
২য় ম্যাচ- তারিখঃ ৮ এপ্রিল, ভেন্যুঃ কলম্বো
সূত্রঃ যমুনা টেলিভিশন

No comments:

Post a Comment